পাকিস্তান ও আফগানিস্তানে সাহায্য বাড়াতে চাচ্ছে ওবামা প্রশাসন

ওবামা প্রশাসনের অন্যতম লক্ষ্য পাকিস্তান ও আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। এর জন্য প্রস্তাবিত ৩০ লাখ ৮০ হাজার কোটি ডলারের বাজেটে দেশ দুটিকে সাহায্যের জন্য চাওয়া হয়েছে ৭১০ কোটি ডলার।
২০১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুধু পাকিস্তানের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ৩১০ কোটি ডলার। এর মধ্যে ১৯০ কোটি ডলার দেওয়া হবে সামরিক সাহায্য এবং বাকি ১২০ কোটি ডলার বেসামরিক সাহায্য। এর আগের অর্থবছরে পাকিস্তানের জন্য সব মিলিয়ে বরাদ্দ ছিল প্রায় ১৯০ কোটি ডলার।
নতুন বাজেটে আফগানিস্তানের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ৪০০ কোটি ডলার।
হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে জানানো হয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং দেশ দুটির মানুষের জন্য কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করা পরবর্তী বাজেটের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও সম্পদ বিভাগের উপমন্ত্রী জ্যাকব লিউ জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মৌলিক অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশ দুটির সরকার তাদের নাগরিক সেবার মান বাড়াতে পারবে।
দেশ দুটিকে দেওয়া সামরিক সাহায্যের বড় অংশ ব্যয় করা হবে আল-কায়েদা ও জঙ্গিবিরোধী লড়াইয়ে।

No comments

Powered by Blogger.