সোনার দাবি পাকিস্তানেরও

হ্যান্ডবলে শ্রীলঙ্কা যেন গোল-উৎসবের উপলক্ষ প্রতিপক্ষ দলগুলোর কাছে! পরশু ভারত ৫৮ গোল দিয়েছে তাদের। আর কাল পাকিস্তান দিল ৫৯ গোল। শ্রীলঙ্কাকে ৫৯-১৪ গোলে হারিয়ে ভারতের মতো পাকিস্তানও হ্যান্ডবলে সোনার দাবি জানিয়ে রাখল জোরেশোরে। দিনের আরেক ম্যাচে নেপাল ৩৩-২৩ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরে পাকিস্তান। প্রথমার্ধে ২৮-৩ গোলে এগিয়ে থাকে তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পাকিস্তান। এ অর্ধে গোলও ৩টি বেশি পায় তারা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৩ গোল করেছেন মুহাম্মদ নাদিম। ইজাহার-উল-হক করেছেন ৯ গোল। মুহাম্মদ শহীদ ও মুহাম্মদ শোয়েবের গোল আটটি করে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫ গোল করেছেন পাহান।
নেপাল-আফগানিস্তান ম্যাচে নেপালের মোট গোলের প্রায় অর্ধেকই করেছেন একজন—অমর শ্রেষ্ঠা। ১৬ গোল করেছেন তিনি। এ ছাড়া ৫টি করে গোল পেয়েছেন দিনেশ বিস্ট ও বীরেন্দ্র চাঁদ। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ গোল আবদুর রহমানের।

No comments

Powered by Blogger.