মুম্বাইয়ে আইনজীবী হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

ভারতের পুলিশ মুম্বাই হামলা মামলার এক আইনজীবী শহীদ আজমীকে হত্যার দায়ে ভাড়াটে তিন খুনিকে গ্রেপ্তার করেছে। ২০০৮ সালে মুম্বাই হামলা মামলায় অভিযুক্ত তিন ব্যক্তির একজনের পক্ষে ওই আইনজীবী লড়ছিলেন।
পুলিশ জানায়, মুম্বাইয়ের একটি উপশহর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের এখন শহীদ আজমীর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহীদ আজমীকে গত শুক্রবার তাঁর কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।
আইনজীবী শহীদ আজমী (৩২) ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই নগরে হামলাকারী ইসলামি ১০ চরমপন্থীকে সহায়তার দায়ে অভিযুক্ত ভারতীয় নাগরিকদের মধ্যে একজনের পক্ষে মামলা পরিচালনা করছিলেন। মুম্বাই পুলিশের অপরাধ শাখার প্রধান রাকেশ মারিয়া গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই আইনজীবীকে হত্যার কারণ এখনো জানা যায়নি।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, গত সপ্তাহের ওই হত্যাকাণ্ডের সঙ্গে মুম্বাই মামলার কোনো সম্পর্ক নেই।

No comments

Powered by Blogger.