পাঁচ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে রবার্ট ফোর্ডকে মনোনয়ন দিয়েছেন। যুক্তরাষ্ট্র পাঁচ বছর আগে সিরিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের পর এই প্রথম রবার্ট ফোর্ডকে মনোনয়ন দেওয়া হলো।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে এক বোমা হামলায় নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তার কূটনৈতিক দল প্রত্যাহার করে। কারণ, এ ঘটনার জন্য সিরিয়াকে দায়ী করা হয়। সিনেটের নিশ্চয়তা পেলে ওই ঘটনার পর ফোর্ডই হবেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক শীর্ষ কর্মকর্তা উইলিয়াম বার্নসের সিরিয়া সফরের প্রাক্কালে হোয়াইট হাউস এ কথা জানায়।
হোয়াইট হাউস থেকে আরও জানানো হয়, সার্বিকভাবে সম্পর্ক জোরদারের লক্ষ্যে দামেস্কের সঙ্গে আরও আলোচনা চালানো হবে।
এ মাসের প্রথম দিকে ওবামা প্রশাসন দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ফোর্ডের নাম ঘোষণা করে।
ফোর্ড বর্তমানে বাগদাদে মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আলজেরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র দপ্তরে ২৫ বছরের কর্মজীবনে তিনি কায়রোতেও দায়িত্ব পালন করেন।

No comments

Powered by Blogger.