যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হলেন দালাই লামা

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত এক বৈঠকে মিলিত হবেন তিনি। ওই বৈঠকের খবরে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
৭৪ বছর বয়সী দালাই লামাকে ‘সন্ন্যাসীর ছদ্মবেশে নেকড়ে’ হিসেবে আখ্যায়িত করেছে বেইজিং। ওবামা প্রশাসন জানিয়েছে, দালাই লামাকে রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন আধ্যাত্মিক নেতা হিসেবেই বরণ করে নেবেন ওবামা। তাঁদের ওই বৈঠক অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসের ম্যাপ কক্ষে; ওভাল অফিসে নয়।
কিন্তু বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের সূক্ষ্ম কূটনৈতিক কৌশল তিব্বতিদের হতোদ্যম করবে না এবং এতে চীনের অসন্তোষও প্রশমিত হবে না।
দালাই লামার সঙ্গে ভারত ত্যাগের আগে তাঁর মুখপাত্র তেনজিন তাকলহা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। চীন কী বলছে, তাতে কিছু যায়-আসে না।

No comments

Powered by Blogger.