পরমাণু হামলা প্রতিহত করার আগেই আক্রমণ হবে উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ার পরমাণু হামলা ঠেকাতে দেশটির ওপর হামলার হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম তাওয়ি ইয়ুং হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সিউল আক্রান্ত হতে পারে—এ আভাস পাওয়া গেলে বা এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে পিয়ংইয়ংয়ের ওপর হামলা চালানো হবে। প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ গতকাল বুধবার এ তথ্য জানায়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর আগেভাগেই এ হামলা চালানো হবে। কারণ, যদি পিয়ংইয়ং পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার ওপর হামলা চালানো শুরু করে, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সিউলকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। উত্তর কোরিয়ার সঙ্গে পেরে ওঠা দুষ্কর হবে।
কিম তাওয়ি ইয়ুং এর আগে ২০০৮ সালেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন তিনি দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছিলেন। তাঁর ওই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া ব্যাপক উষ্মা প্রকাশ করেছিল। তাত্ক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে পরিচালিত কায়েসং শিল্প এলাকা থেকে সিউলের কর্মকর্তাদের বহিষ্কার করেছিল পিয়ংইয়ং।

No comments

Powered by Blogger.