শেষ আটে ঘানা

ফেবারিট আইভরিকোস্টকে রুখে দিয়ে ‘বি’ গ্রুপে যে চমকটা দেখিয়েছিল বুর্কিনা ফাসো—সেটার জোরেই শেষ আটে ওঠার স্বপ্ন দেখছিল তারা। ভালো একটা সুযোগও এসে গিয়েছিল—গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে রুখে দিলেই হতো। কিন্তু সেটা হয়নি। পরশু চারবারের আফ্রিকান চ্যাম্পিয়ন ঘানার কাছে ০-১ গোলে হেরে গেছে তারা। ওয়েবসাইট।
ঘানার জন্যও ম্যাচটি ছিল বাঁচামরার লড়াই। নিজেদের প্রথম ম্যাচে আইভরিকোস্টের কাছে ১-৩ গোলে হেরে যাওয়ায় এই ম্যাচে জিততেই হতো তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের মুখে হাসি ফোটান আন্দ্রে অ্যায়ু। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তেমন পরিচিত না হলেও চেনা যায় এমন একটা পরিচয়ও আছে তাঁর। আফ্রিকার কিংবদন্তি ফুটবলার আবেদি পেলের ছেলে তিনি। ৩০ মিনিটের মাথায় করা তাঁর একমাত্র গোলটিই ম্যাচে গড়ে দেয় ব্যবধান। ৬৬ মিনিটে ঘানার আসামোয়া গিয়ানকে অবৈধ বাধা দিতে গিয়ে মামাদু টল লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় বুর্কিনা ফাসো। এই জয়ে আইভরিকোস্টের পরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠল ঘানা।

No comments

Powered by Blogger.