লক্ষ্মণের জন্য কুলক্ষণ

ভিভিএস লক্ষ্মণের জন্য কি শেষই হয়ে গেল সিরিজটা! শাহরিয়ার নাফীসের ক্যাচ নিতে গিয়ে কাল বাঁ হাত ফেটে গেছে ভারতের এই মিডল-অর্ডার ব্যাটসম্যানের। দিন শেষে মাঠ থেকে হোটেলে না ফিরে তাঁকে তাই যেতে হলো চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর সংযোগস্থলে সেলাই পড়েছে পাঁচটা। সেলাই খোলা হবে পাঁচ দিন পর।
লক্ষ্মণকে হাসপাতালে নিয়ে যাওয়া বিসিবির চিকিত্সক দেবাশিস চৌধুরী টেলিফোনে এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘ওর হাতে পাঁচটা সেলাই পড়েছে। হাত এখন ব্যান্ডেজ করা। পাঁচ দিন পর ব্যান্ডেজ খোলার পরই বোঝা যাবে অবস্থা।’ তার মানে আজ চট্টগ্রাম টেস্টের শেষ দিনে দলের হয়ে ফিল্ডিং করতে পারবেন না লক্ষ্মণ। অনিশ্চিত তিনি ২৪ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্টেও। ‘ব্যান্ডেজ খোলার পর চূড়ান্ত সিদ্ধান্তটা ভারতীয় টিম ম্যানেজমেন্টই নেবে। তবে আমরা যেটি বুঝতে পারছি পরের টেস্টে সে খেলতে পারবে না’—জানিয়েছেন ডা. দেবাশিস।

No comments

Powered by Blogger.