গাইবান্ধায় রংপুর চিনিকলের আখ মাড়াই শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের ২০০৯-১০ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী গতকাল বুধবার এ চিনিকলের ডোঙায় আখ ফেলে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে চিনিকল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মদনমোহন সাহা। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান রণজিত্ কুমার বিশ্বাস ও ঊর্ধ্বতন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, গোবিন্দগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী।
অনুষ্ঠানে দুজন সফল আখচাষি আবদুল আজিজ ও রেজাউল করিমকে পুরস্কার দেওয়া হয়।
রংপুর চিনিকলের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে এ চিনিকলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং তিন হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

No comments

Powered by Blogger.