সিডনিতে নেই ইউনুস

নিউজিল্যান্ডে দলের ব্যাটসম্যানদের দুরবস্থা দেখেই মেলবোর্ন টেস্টের আগে মোহাম্মদ ইউসুফ বলেছিলেন, অস্ট্রেলিয়া সফরেই ইউনুসকে দলে চান তিনি। আর পাকিস্তানি ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের ‘ধারাবাহিকতা’ মেলবোর্নেও অব্যাহত রাখলে টিম ম্যানেজমেন্ট পাকিস্তানে ‘এসওএস’ পাঠিয়েছিল ইউনুসকে অস্ট্রেলিয়া পাঠাতে। ইউনুসও জানিয়েছিলেন, তিনি প্রস্তুত। ধারণা করা হচ্ছিল, সিডনি টেস্টেই খেলবেন সাবেক পাকিস্তান অধিনায়ক। তবে সেটা আর হচ্ছে না। ইউনুসকে এখনো অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই সিডনি টেস্টে হয়তো আর খেলা হচ্ছে না ইউনুসের।
ইউনুসকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে গতকাল নির্বাচক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা পিসিবি প্রধান ইজাজ বাটের। সিডনি টেস্ট শুরু আগামী পরশু। এ সময়ের মধ্যেই অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলা একপ্রকার অসম্ভবই মনে হচ্ছে। ১৪ জানুয়ারি হোবার্ট টেস্ট দিয়ে ইউনুস ফিরতে পারেন দলে। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই দলের বাইরে আছেন ইউনুস।

No comments

Powered by Blogger.