মার্শ যেখানে অনন্য

তাঁর ৯ সেঞ্চুরি একসময় ছিল ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ১২৬ দীর্ঘদিন ছিল কোনো অস্ট্রেলিয়ান ওপেনারের সর্বোচ্চ ইনিংস। ডেভিড বুনের সঙ্গে গড়েছিলেন সফল উদ্বোধনী জুটি। সেই জিওফ মার্শ গতকাল পূর্ণ করলেন ৫১ বছর। ওয়ানডের মতো টেস্টে অবশ্য এতটা সফল হতে পারেননি মার্শ, তাঁর ওয়ানডে গড় যেখানে ৩৯.৯৭, টেস্টে গড় ৩৩.১৮। ১৯৯২ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মার্শ পরে জড়িয়েছেন কোচিংয়ে। ১৯৯৬ সালে ববি সিম্পসনের কাছ থেকে নিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের দায়িত্ব। পরে কোচিং করিয়েছেন জিম্বাবুয়েকেও, কিছু সময়ের জন্য হয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকও। তবে ক্রিকেট ইতিহাসে মার্শের জায়গা স্থায়ী হয়ে আছে অনন্য এক অর্জনের কারণে। ক্রিকেটার এবং কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী একমাত্র ব্যক্তি মার্শ। ছিলেন অ্যালান বোর্ডারের ১৯৮৭ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য, আর ১৯৯৯ বিশ্বকাপজয়ী স্টিভ ওয়াহর দলের কোচ।

No comments

Powered by Blogger.