চীনে আরও চার বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে

হেরোইন চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চীনে আরও চার বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। সম্প্রতি শেনঝেন থেকে হেরোইনসহ ওই বিদেশিদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার হংকংয়ের একটি সংবাদপত্র এ কথা জানিয়েছে।
হেরোইন চোরাকারবারের সঙ্গে জড়িত অভিযোগে গত মঙ্গলবার ব্রিটিশ নাগরিক আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করে চীন। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে চীনের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠেছে। আকমলকে মানসিক অসুস্থ দাবি করে ব্রিটেন তাঁর মুক্তি চেয়েছিল। ওই আবেদন উপেক্ষা করে তাঁর ফাঁসি কার্যকর করায় ব্রিটেন চীন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে।
এরই মধ্যে বেইজিং-সমর্থিত তা কুং পাও পত্রিকার খবরে বলা হয়, আগস্টে শেনঝেন থেকে পুলিশ প্রায় ১৪৪ কেজি হেরোইনসহ নয়জনকে আটক করে। এর মধ্যে চারজন ছিল বিদেশি নাগরিক।
শেনঝেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ওই পত্রিকায় আরও বলা হয়, চীনা আইনে আটক হওয়া ব্যক্তিদের চরম শাস্তি (মৃত্যুদণ্ড) হতে পারে।

No comments

Powered by Blogger.