শিরোপা দিয়ে শুরু নাদালের ২০১০

জয় দিয়েই নতুন বছরের শুরু হলো রাফায়েল নাদালের। তবে পারলেন না টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রজার ফেদেরার। আবুধাবির প্রদর্শনী টুর্নামেন্টে কাল রবিন সোদারলিংকে ৭-৬ (৭/৩) ও ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন নাদাল। আর পরশু সুইস তারকা ফেদেরার সেমিফাইনালে হেরেছিলেন নাদালের ফাইনালের প্রতিপক্ষ সোদারলিংয়ের কাছেই। সুইডিশ সোদারলিংয়ের কাছে ম্যাচটি তিনি হেরেছিলেন ৭-৬, ৬-৭, ২-৬ গেমে। র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা স্প্যানিয়ার্ড নাদাল স্বদেশি ডেভিড ফেরারকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন ফাইনালে।
সোদারলিংয়ের কাছে ফেদেরারের হার বিশ্ব টেনিসের আলোচিত এক ঘটনাই। এর আগে দুজনের ১২টি সাক্ষাতের সবগুলোই জিতেছেন ফেদেরার। কিন্তু অপয়া ‘তেরো’কেই পয়মন্ত বানিয়ে জয়ের মুখ দেখলেন সোদারলিং। এই ফাইনাল নাদালকে দারুণ এক প্রতিশোধের সুযোগই করে দিয়েছিল। গত বছর ফ্রেঞ্চ ওপেনে প্রথমবারের মতো নাদালকে পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল এই সোদারলিংয়ের কারণেই। বছরের শেষ এটিপি টুর্নামেন্টেও নাদালকে হারিয়েছিলেন তিনি। কাল সোদারলিংকে হারিয়ে এর প্রতিশোধ নিলেনও নাদাল।
এদিকে অবসর ভেঙে টেনিসে ফেরা জাস্টিন আজই প্রথম কোর্টে নামছেন ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস দিয়ে।

No comments

Powered by Blogger.