আফগানিস্তানের জাতীয় নির্বাচন ২২ মে

আফগানিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, এ বছরের মে মাসে সে দেশের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের নির্বাচনপদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ প্রকাশের মধ্যেই গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হলো।
প্রধান নির্বাচন কমিশনার আলী নাজাফি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ২২ মে আফগানিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১২ কোটি মার্কিন ডলার খরচ হবে। তিনি এ জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে পাঁচ কোটি ডলার সাহায্য চেয়েছেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ অর্থ পাওয়া না গেলে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা আসবে কি না, সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
গত বছরের আগস্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় বিশ্ব সম্প্রদায় জাতীয় নির্বাচন দেরিতে অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু প্রেসিডেন্ট হামিদ কারজাই সংবিধান অনুযায়ী নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন। আফগান সংবিধানে মে মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।

No comments

Powered by Blogger.