প্রিমিয়ার লিগে ফিফটি

‘হাফ সেঞ্চুরি’ বা ‘ফিফটি’ ক্রিকেটেই মানায় ভালো। তবে কদিন আগে ফুটবলার ফার্নান্দো তোরেসও একটা হাফ সেঞ্চুরি করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০টি গোল। লিভারপুলের পক্ষে যেটি দ্রুততম ৫০ গোলের রেকর্ড। হাফ সেঞ্চুরি করতে তোরেস খেলেছেন ৭২ ম্যাচ। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার রজার হান্টের (৭৮টি ম্যাচ)। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম। সব ক্লাব মিলে রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় অ্যান্ডি কোলের। ৫০টি গোল করতে তাঁর লেগেছিল ৬৫ ম্যাচ। কোলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫০ গোল করা অ্যালান শিয়ারার আছেন দুই নম্বরে। ম্যানইউর হয়ে খেলার সময় ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় ৫০ গোল পূর্ণ করেছিলেন ৬৮তম ম্যাচে। আর্সেনালের সাবেক খেলোয়াড় থিয়েরি অঁরি আছেন পাঁচে (৮৩ ম্যাচ)। সান্ডারল্যান্ডের সাবেক স্ট্রাইকার কেভিন ফিলিপসেরও লেগেছিল ৮৩টি ম্যাচ।

No comments

Powered by Blogger.