কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের দুটি ঘাঁটিতে বিমান হামলা

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় মেটা এলাকায় গভীর জঙ্গলে বামপন্থী ফার্ক গেরিলাদের দুটি ঘাঁটির ওপর বোমা বর্ষণ করেছে দেশটির বিমানবাহিনী। এ সময় স্থলপথে বিমানবাহিনীকে সহযোগিতা করে বিশেষ বাহিনী। ওই যৌথ অভিযানে ১৮ জন গেরিলা নিহত হয়েছে। ওই সময় সরকারি বাহিনীর হাতে আটক হয়েছে ১১ জন গেরিলা। গত শুক্রবার নববর্ষের দিন ওই অভিযান চালানো হয়।
একই দিন পৃথক আরেকটি ঘটনায় গেরিলাদের হামলায় মারা গেছেন এক সেনা ও ১৪ বছর বয়সী এক মেয়ে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুইলা অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়। খবর এএফপি ও পিটিআইয়ের।
প্রতিরক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল সিলভা বলেন, বিমানবাহিনী মেটায় গেরিলাদের ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে। এ সময় স্থলপথে বিশেষ বাহিনীও অভিযান চালিয়েছে। সিলভা আরও বলেন, ১০ দিন আগে দক্ষিণাঞ্চলের ক্যাকুয়েতা এলাকার গভর্নর লুইস ফ্রান্সিসকো কুয়েলারকে অপহরণের পর হত্যা করে ফার্ক গেরিলারা। ওই হত্যাকাণ্ডের জবাব দেওয়াও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল।

No comments

Powered by Blogger.