মুম্বাইয়ে ইউরেনিয়াম বহনের সন্দেহে তিনজন গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে নৌবাহিনীর অপরাধ শাখার গোয়েন্দারা রাসায়নিক পদার্থ বহনের সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের বহন করা ওই পদার্থ ইউরেনিয়াম হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরীক্ষার জন্য ওই পদার্থ দেশটির ভবা আণবিক গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পানভেল এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজিরও বেশি রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। তাত্ক্ষণিকভাবে গ্রেপ্তার-ঘটনার বিস্তারিত জানানো হয়নি।
জব্দ করা রাসায়নিক পদার্থ ইউরেনিয়াম হলে দেশটির নিরাপত্তার ব্যাপারে আবারও বড় ধরনের প্রশ্ন উঠতে পারে। কারণ, গত কয়েক সপ্তাহ ধরে সে দেশের পরমাণু অস্ত্র নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ শাখা দায়িত্ব পালন করছে। তা ছাড়া পানভেল ঘটনার মাত্র এক দিন আগে তারাপুর পারমাণবিক শক্তিকেন্দ্র থেকে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করার সময় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.