চীনা মন্ত্রীকে সম্মেলনে ঢুকতে বাধা

এক চীনা মন্ত্রীকে তিন তিনবার কোপেনহেগেনে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ দাবি করে গতকাল বুধবার এর তীব্র নিন্দা করেছে বেইজিং।
সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে চীনের শীর্ষ আলোচক সু উয়ে বলেন, ‘গতকাল আমি খুবই অসুখী ছিলাম। আজ আমি চূড়ান্তভাবে অসুখী। আমাদের সম্মানিত মন্ত্রীকে তৃতীয় দিনের মতো সম্মেলনস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি।’
চীনা আলোচক বলেন, ‘আমাদের মন্ত্রীকে তিনবার প্রবেশ করতে দেওয়া হয়নি। এটা একেবারেই অগ্রহণযোগ্য। চীনে একটি প্রবাদ আছে—একটা ঘটনা একবার কিংবা দুইবার ঘটতে পারে। কিন্তু এর পরও এটা ঘটলে সেটা সহ্য করা যায় না।’ সু অবশ্য ওই মন্ত্রীর নাম প্রকাশ করেননি। ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব ইভো ডি বোয়ের বলেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নন। তবে তিনি বলেন, ‘আমি এটা নিশ্চিত করব যে এমনটি আর ঘটবে না।’

No comments

Powered by Blogger.