হায় ভুটান!

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করে সংশয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশের সেমিফাইনাল খেলা। কালকের প্রথম ম্যাচে পাকিস্তান ভুটানকে সাত গোল দেওয়ার পর চাপটা বেড়ে গিয়েছিল আরও। সাহস জোগাচ্ছিল একটা তথ্যই—পাকিস্তান যত গোলই দিক, সেমিফাইনাল খেলার জন্য শ্রীলঙ্কার সঙ্গে ড্র-ই যথেষ্ট। শেষ পর্যন্ত অবশ্য জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
পাকিস্তান ও ভুটানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের কাছে হেরে তাদের হতে হলো গ্রুপ রানার্সআপ। ভালো খেলেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারই কাল হলো পাকিস্তানের। সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো তাদের।
তবে পাকিস্তানের চেয়েও সহানুভূতি বেশি প্রাপ্য ভুটানের। গতবার সেমিফাইনালে খেলে চমকে দিয়েছিল সবাইকে। আর এবার তিন ম্যাচে হজম করেছে ১৭ গোল। বাংলাদেশের জালে একবার বল পাঠাতে পেরেছে—এটা কি আর সান্ত্বনা হয় নাকি!

No comments

Powered by Blogger.