রিপাবলিকান আইনপ্রণেতারা সম্মেলনে যোগ দেবেন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের আইনপ্রণেতারা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট বারাক ওবামা যে কঠোর অঙ্গীকার করেছেন তার প্রতি সমর্থন জানাবেন তাঁরা। এ ছাড়া বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে জলবায়ু বিজ্ঞানীরা যে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন সে বিষয়টিও তুলে ধরবেন তাঁরা। এ ব্যাপারে রিপাবলিকান আইনপ্রণেতারা বলেছেন, বৈশ্বিক উষ্ণতার হুমকি নিয়ে বিজ্ঞানীরা অতিরঞ্জিত ভবিষ্যদ্বাণী করেছেন।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্যবিষয়ক কমিটির শীর্ষ রিপাবলিকান সদস্য জো বার্টন গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সেসব ব্যক্তির দলে নই, যাঁরা বলেন, বিশ্বের সবচেয়ে বড় হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং সেই হুমকি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। অথচ তাঁদের কথামত কঠোর পদক্ষেপ নিলেঅনেক লোক বেকার হয়ে পড়বে।’
রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রতিনিধি দলটি আগামী সপ্তাহে কোপেনহেগেনে পৌঁছাবে বলে জানানো হয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেমস সুসেনব্রেনার। তিনি বলেন, সম্ভাব্য জলবায়ু চুক্তিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে করণীয় পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে তার আকার আরও ছোট করা দরকার। এ ব্যাপারে সুসেনব্রেনার বলেন, ‘কিয়েটো চুক্তিতে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর এমন কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছিল। আল গোরের জানা উচিত ছিল, ওই সব ঘোষণা কখনোই মার্কিন কংগ্রেসে অনুমোদন পাবে না।’ সুসেনব্রেনার বলেন, ‘আমি আশা করি, আল গোরের মতো ভুল প্রেসিডেন্ট ওবামা করবেন না।’
গত জুনে মার্কিন প্রতিনিধি পরিষদে ২০২০ সাল নাগাদ ২০০৫-এর তুলনায় ১৭ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর একটি প্রস্তাব পাস হয়। কোপেনহেগেনে মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়া এই ১৭ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিতে পারেন ওবামা।

No comments

Powered by Blogger.