‘শহীদ মুহাম্মদ জাইল আল জাবারি আমাদের পরিবারের গর্বের উৎস’

অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহরে এক মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবক মুহাম্মদ জাইল আল জাবারিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় যুবকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
জাবারির চাচা আবু নাসের বলেন, তার ভাইয়ের ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে ঠিকমতো কথা বলতে পারত না। প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রায় সময়ে সে বিক্ষোভের সামনে থাকতেন। জাবারি ফিলিস্তিনকে ভালোবাসত। সে কখনো বসে থাকত না। কিন্তু ইসরাইলি বাহিনী যখন শহরে ঢুকে পড়ে, তখন সে কিছু করেনি। সে আমাদের পরিবারের গর্বের উৎস। তার মৃত্যু মেনে নেয়া আমাদের পক্ষে সহজ হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সময় বুকে গুলি লেগে ২৪ বছর বয়সী ওই যুবক নিহত হন।

No comments

Powered by Blogger.