কানাডার ওন্টারিওতে বাংলাদেশীদের পিঠা উৎসব

ইতিহাস ঐতিহ্যকে বিদেশের মাটিতের তুলে ধরতে বসে নেই বাংলাদেশীরা। সুদুর কানাডায়ও তাই অনেক ব্যস্ততার মাঝে আয়োজন করা হয় নানান ধরণের অনুষ্ঠান। দেশের বিভিন্ন উল্লেখযোগ্য দিবস যথাযথভাবে পালন করা ছাড়াও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নানান আয়োজন। 
সম্প্রতি এমনই আয়োজন ছিল কানাডার ওন্টারিও প্রদেশের ব্রিস্টন শহরে প্রবাসী বাংলাদেশী পরিবারবর্গ ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব। কুইন্স বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিক্রমায় বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যে উদ্দেশ্যে গ্রিন ডেল্টা সহায়ক তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়। এই অর্থ বন্যাকালীন ত্রাণকাজে ও দরিদ্র পরিবারকে স্ব-কর্মে উদ্যোগীকরণে বিতরণ করা হয়ে থাকে। অনুষ্ঠানে অতীতে পরিচালিত কার্যক্রম পর্যালোচনা করা হয়, ভবিষ্যত কার্যকম উপস্থাপিত হয়। সকল বাংলাদেশীর স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য পর্যদ কর্তৃক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

No comments

Powered by Blogger.