ইতিহাসের অন্যতম সেরা জয় বাংলাদেশের: তামিম

২১৫ রানের হিমালয়তুল্য লক্ষ্য। বাংলাদেশ দলের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়াই ছিল কঠিন। কিন্তু ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে বিশ্ব রেকর্ড গড়ে শ্রীলঙ্কার রানের পাহাড় টপকে গেছে বাংলাদেশ। মুশফিকুর রহীম, লিটন কুমার দাস ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে দুই বল ও ৫ উইকেট অক্ষত রেখে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পর স্বাভাবিকভাবেই খুশি টাইগাররা। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রাপ্ত জয়টাকে নিজেদের ইতিহাসের অন্যতম জয় বলে আখ্যা দিয়েছেন তামিম ইকবাল।
কলম্বোতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাঁ-হাতি ড্যাশিং ওপেনার বলেন, এটা আমাদের ইতিহাসের অন্যতম সেরা জয়। তবে ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিচ্ছে না বাংলাদেশ দল। তামিম বলেন, একটা ম্যাচ জিতেছি। সবকিছু জয় করে ফেলিনি। প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হার। শনিবার লঙ্কাজয়ের পর নিদাহাস ট্রফিতে শিরোপা-স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। এই জয়টাকে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে দেখছেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তামিম। ওয়ানডে ফরমেটে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বুক চিতিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের এখনো হারিয়ে খুঁজছেন তামিমরা। তামিমের মতে সংক্ষিপ্ত এ ফরম্যাটে অনেক উন্নতি করতে হবে দলের। এই ফরম্যাটে আমাদের এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে।

No comments

Powered by Blogger.