কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মোহে পড়তে পারে না

মানবতার কল্যাণ ও শান্তি কামনায় মোনাজাতের মধ্যদিয়ে শেষ হল বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল। শনিবার কীর্তনখোলা নদীর তীরে লাখো ভক্ত-মুরিদরা এ মোনাজাতে অংশ গ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এর আগে ফজরের নামাজের পর পীর চরমোনাই মাহফিলে অংশ গ্রহণকারী মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন। বয়ানে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির নসিহত করে বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়। তাই কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মোহে পড়তে পারে না। তিনি বলেন, দুনিয়া হল আখেরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে পরকালের জীবনকে সাজাতে যার চেষ্টা যত বেশি হবে, পরকালে সে ততই সফলতা লাভ করবে। পরে মোনাজাতে মহান আল্লাহর কাছে সব পাপ ও অন্যায় থেকে মুক্তির জন্য আকুতি জানান মুসল্লিরা। দেশ-জাতি ও মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। দোয়া করা হয় মিয়ানমারের নির্যাতিত মুসলমানদের জন্য।

No comments

Powered by Blogger.