উত্তর কোরিয়া শান্তি চায় : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, উত্তর কোরিয়া শান্তি চায় বলেই তার ধারণা। ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য একটি বৈঠকের ঘোষণা দেয়ার পর তিনি দেশটির প্রশংসা করেন।
ট্রাম্প পেনসিলভানিয়ায় তার সমর্থকদের একটি সমাবেশে বলেন, ‘আমি মনে করি তারা শান্তি চায়। এটাই শান্তি প্রতিষ্ঠার উপযুক্ত সময়।’ খবর এএফপি’র। ট্রাম্প আরো বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের শক্তি প্রদর্শণ করেছি। আমি মনে করি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

No comments

Powered by Blogger.