জাপানে সুপ্ত আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ

জাপানের দক্ষিণাঞ্চলে মিয়াজাকি ও কাগোশিমা প্রিফেকচারের মধ্যবর্তী এলাকায় অবস্থিত সুপ্ত শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। খবর বিবিসি। ২০১১ সালে এ আগ্নেয়গিরিতে যে উদগীরণ হয়েছিল তাতে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল।
কর্তৃপক্ষ হুঁশিয়ার করছে, এই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা পাথরখন্ড জ্বালামুখ থেকে উড়ে চার কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে। শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাই উড়ে আসছিল। শনিবার ভোর থেকে সেটি আরও বেশি বিস্ফোরন্মুখ হয়ে ওঠে। এই আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। আগ্নেয়গিরিটি সচল হওয় ওঠার পর জ্বালামুখ থেকে ১৫,০০০ ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আশেপাশে যেসব বাড়িঘর রয়েছে সেখানে ভূকম্পন অনুভুত হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে।

No comments

Powered by Blogger.