জাতিসঙ্ঘের প্রতিবেদন ভারসাম্যহীন ও ত্রুটিপূর্ণ: ইরান

ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাম্প্রতিক প্রতিবেদনকে ‘ভারসাম্যহীন, মারাত্মক ত্রুটিপূর্ণ ও মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বৃহস্পতিবার রাতে এক প্রতিক্রিয়ায় বলেন, ওই প্রতিবেদনে অনির্ভরযোগ্য, ভুল ও অসত্য তথ্য এবং সূত্র ব্যবহার করা হয়েছে।
ইরানে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং যেসব অগ্রগতি অর্জিত হয়েছে তা গুতেরেসের প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণ যখন একনায়কতান্ত্রিক শাসকদের চরম নিপীড়নের শিকার এবং কিছু দেশের মানুষ যখন পাশ্চাত্যের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে দুর্বিষহ জীবনযাপন করছে তখন জাতিসংঙ্ঘের পক্ষ থেকে মানবাধিকারের ব্যাপারে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দ্বিমুখী নীতি এই সংস্থার গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি এক প্রতিবেদনে ইরানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.