কাঠের বাক্সে ৪ বছর ধরে তিন শিশুর বসবাস, দম্পতি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরিত্যক্ত বাক্সের ভেতরে সন্তানদের বসবাস করতে দেয়ায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। শিশুদের প্রতি ইচ্ছাকৃত নৃশংস আচরণের দায়ে বুধবার তাদের আটক করা হলে বর্তমানে তারা জামিনে মুক্ত রয়েছেন।
৫১ বছর বয়সী মোনা কিরক ও ৭৩ বছর বয়সী ডেনিয়েল ফ্যানিকোর তিন সন্তানকে মলমূত্র ও আবর্জনা স্তূপের মধ্যে পাওয়া গেছে। স্থানীয় সান বার্নারদিনো শেরিফের দফতর জানায়, ১১, ১৩ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু অপুষ্টিতে ভুগছিল। তাদের গেল চার বছর ধরে পরিত্যক্ত বাক্সের ভেতরে রাখা হয়েছে। যশুয়া ট্রি এলাকার সান ফেয়ার ৭০০০ ব্লকে পুলিশ টহল দিচ্ছিলেন। তখন তারা একটি কাঠের বাক্সের সামনে হোঁচট খান। শিশু তিনটি ওই কাঠের বাক্সে বসবাস করতো। এটি প্রায় ২০ ফুট লম্বা, চার ফুট উঁচু ও ১০ ফুট চওড়া। তাদের ঠিকমতো খাবার দেয়া হতো না ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয়েছে বলে জানায় পুলিশ। শেরিফের অফিস বলেছে, শিশুরা নিয়মিত স্কুলে যেতো কিনা, তা তারা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের আটক বা বন্দী রাখা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাক্সের আশপাশে ৩০-৪০টি বিড়াল দৌড়াদৌড়ি করছে বলে দেখা গেছে।

No comments

Powered by Blogger.