স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক সংস্কার

দায়িত্ব নিয়ে কাজ করলে যে সব সমস্যার সমাধান করা যায়, তা দেখিয়ে দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা গ্রামের বাসিন্দারা। তাঁরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খানাখন্দে ভরা একটি সড়ক প্রায় সংস্কার করে ফেলেছেন। আমরা এ জন্য তাঁদের অভিনন্দন জানাই। প্রথম আলোয় বুধবার প্রকাশিত খবর অনুযায়ী, ছয় বছর আগে কাগাবলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আপার কাগাবলা-পানিউন্দা সড়কটি সংস্কার করা হয়। এরপর আর এ সড়কে কোনো কাজ হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়ক দিয়ে কোনো রিকশা-গাড়ি চলাচল করতে পারছিল না। শুকনো মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। অথচ পাঁচ-ছয়টি গ্রামের মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করেন এই সড়ক দিয়ে। যানবাহন চলাচল করতে না পারার কারণে অনেক রোগীকে কাঁধে-কোলে করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয়। বৃষ্টির মৌসুমে অনেক ছাত্রছাত্রী স্কুল-কলেজে আসা-যাওয়া করতে পারে না। এ অবস্থায় চলাচলের দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে আপার কাগাবলা গ্রামের বেশ কয়েকজন সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।
সিদ্ধান্ত অনুযায়ী গত মধ্য জানুয়ারি থেকে শুরু হয় কাজ। তাঁদের সঙ্গে শামিল হলেন এলাকার আরও অনেকেই। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাঁরা সড়কটি সংস্কার করে চলেছেন। এলাকাবাসী সড়ক সংস্কারে এগিয়ে এসে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের এ কাজটি করার কথা, সেই ইউনিয়ন পরিষদ কী করেছে? দীর্ঘদিন ধরে একটি সড়ক এ রকম চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে, মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অথচ তারা নির্বিকার। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের উচিত ছিল এ সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা। গ্রামবাসী জানিয়েছেন, সড়কের দুই পাশের পানি চলাচলের জন্য সড়কে অন্তত পাঁচটি কালভার্ট প্রয়োজন। কিন্তু তা করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন; যার জোগান দেওয়া গ্রামবাসীর পক্ষে সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের উচিত এ ব্যাপারে এগিয়ে আসা। মূল সমস্যাটি হচ্ছে আমাদের কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব। একটি সড়ক বছরের পর বছর ধরে চলাচলের অনুপযোগী থাকার জন্য যদি ইউপি চেয়ারম্যানকে জবাবদিহি করতে হতো, তাহলে হয়তো তাঁর পক্ষে জনদুর্ভোগে এতটা নির্বিকার থাকা সম্ভব হতো না। কাগাবলা ইউপির চেয়ারম্যান মো. আজির উদ্দিন অবশ্য কথা দিয়েছেন, তিনি কালভার্ট করে দেবেন। আশা করি তিনি তাঁর কথা রাখবেন এবং ভবিষ্যতে এলাকার সড়ক সংস্কারে উদ্যোগী হবেন।

No comments

Powered by Blogger.