যেমন করে ছড়িয়ে দেয়া হচ্ছে পর্নোগ্রাফি

প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় দুনিয়া। যা চাইবেন, তাই এসে হাজির। কঠিন সমস্যার সমাধান থেকে শুরু করে কাঁচা বাজার- সব কিছু চলে এসেছে দ্বোরগোড়ায়। অনলাইনেই অর্ডার দিলে বাড়িতে এসে হাজির কোরবানির পশু। প্রযুক্তি এই যে মানুষের জীবনকে এত সহজ করে দিচ্ছে, এর উল্টো পিঠও আছে। মানুষের জীবনকে ধ্বংস করে দেয়ার উপকরণও সেখানে বিদ্যমান।
আছে জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার উপাদান। আছে রগরগে যৌন জীবন সম্পর্কিত বিষয়াবলি। এক্ষেত্রে সন্তানদের নিয়ে সবচেয়ে দুশ্চিন্তায় পিতামাতারা। তাদের সেই টেনশন আরো একধাপ বাড়িয়ে দিয়েছে একটি পর্নো কোম্পানি। তারা পর্নো তারকাদের হুবহু নকল করে তৈরি করছে ভার্চুয়াল ছবি। খ্যাতনামা পর্নো তারকাদের অবিকল আকৃতি দেয়া হচ্ছে কম্পিউটারে। আর এর মাধ্যমে তৈরি করা হচ্ছে ভার্চুয়াল অ্যাপ। একজন পর্নো তারকার শরীর যেমন অবিকল তেমনভাবে তৈরি করা হচ্ছে তাদেরকে এ অ্যাপের ভিত্তিতে। তাতে কোথাও কোন খুঁত ধরার মতো ত্রুটি নেই। এ অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে সামনে থাকা একজন পর্নো তারকার মতো কথা বলবে ওই এনিমেটেড পর্নো তারকা। পর্নো বিষয়ক এ বছরের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এটি করতে ওই কোম্পানি একটি বিশাল ক্যামেরা ব্যবহার করেছে একজন পর্নো তারকার শারীরিক গঠনের থ্রি ডি মডেল তৈরি করার জন্য। থ্রি ডি স্ক্যান করা এসব ছবি ব্যবহার করে তাদেরকে গেমে রূপান্তর করা হয়েছে। সেখানে অনেক ক্ষেত্রেই একজন পর্নো তারকার মতো সম্ভাব্য আচরণ করে ওই গেমের মডেল। এসব সামাজিক অবক্ষয়মুলক গেম বা অ্যাপ ছড়িয়ে দেয়া হচ্ছে ইন্টারনেটে। তা থেকে আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আপনার।

No comments

Powered by Blogger.