‘মুসলিম বিদ্বেষী’ ২০১টি বিল উত্থাপন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ২০১০ সাল থেকে ৪৩ অঙ্গরাজ্যে মুসলিমবিদ্বেষী ২০১টি বিল উত্থাপন করা হয়েছে। আইদাহোর প্রতিনিধি পরিষদে যখন এইচবি-৪১৯ আইনটি পাস হয়েছে, তখন মন্টানা, ওরেগন ও উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও এ আইনটি পাসের কথা ভাবছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মানবাধিকার সংস্থা আমেরিকা- ইসলাম সম্পর্কিত পরিষদ (সিএআইআর) এর সরকারবিষয়ক পরিচালক রবার্ট ম্যাকাও বলেন, এইবি-৪১৯ বিলটি আমাদের জাতীয় মূল্যবোধের বিপরীত। এর মাধ্যমে একটি ধর্মীয় গোষ্ঠী কিংবা সম্প্রদায়কে সুনির্দিষ্টভাবে হেয় করা হবে, মুসলিম বিদ্বেষী মনোভাব ঢাকা যাবে না। কোনো ধর্মকে সুনির্দিষ্টভাবে আঘাত হানা যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘন। কারণ সংবিধানে বলা হয়েছে- সরকারকে অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে হবে এবং সব ধর্মের লোকদের সঙ্গে সমান আচরণ করতে হবে।
আলবামা ভিত্তিক ধর্ম অবমাননাবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সাউদার্ন পোভার্টি ল' সেন্টার (এসপিএলসি) জানায়, ২০১০ সাল থেকে ৪৩টি অঙ্গরাজ্যে ২০১টি শরীয়াহ বিরোধী বিল উত্থাপন করা হয়েছে। এক্ষেত্রে মুসলিম বিদ্বেষী গ্রুপগুলো সক্রিয়া ভূমিকা রেখেছে। ইসলামিক আইনে যে হুমকিগুলো নেই, সেগুলোকেও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। শরীয়াহ নিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তোলা হচ্ছে। আইদাহো রাজ্যের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য এরিক রেডম্যান বলেন, আমাদের এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। তাই বলে তাদের শরীয়াহ আমাদের সাংবিধানিক আইনকে অতিক্রম করে যেতে পারে না।
সূত্র : আলজাজিরা ও আইদাহো স্টেটসম্যান

No comments

Powered by Blogger.