গুম-ধর্ষণে নরক যন্ত্রণায় সিরিয়াবাসী

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) তথ্য মতে, এ পর্যন্ত সরকার ও তার মিত্রবাহিনী প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষকে ধরে নিয়ে গেছে। যার মধ্যে ৯৫ হাজার বেসামরিক নাগরিক। বাকি ৫০ হাজার বিভিন্ন বিদ্রোহী।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মোট নিখোঁজের সংখ্যা বলছে ১ লাখ ১৭ হাজার। জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা প্রায় ৭৫ হাজারের কাছাকাছি। এখনও নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ৮০ হাজারের মতো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০০১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজারের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, বর্তমানে সিরিয়াতে ৭৫ লাখ মহিলা ও কম বয়সী নারী ‘ধর্ষণ’ ঝুঁকিতে আছে।

No comments

Powered by Blogger.