পূর্ব ঘৌতার মানবিক বিপর্যয় নিয়ে পুতিন-এরদোগান ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার পূর্ব ঘৌতার মানবিক বিপর্যয় নিয়ে কথা বলেছেন। মঙ্গলবার দুই নেতা ফোনালাপে পূর্ব ঘৌতার বেসামরিক লোকদের জন্য ত্রাণ সহযোগিতা ও সেখানকার অধিবাসীদের দুর্ভোগ লাঘব অপরিহার্য বলে মন্তব্য করেন।
দাতব্য সংস্থা হোয়াইট হেলমেট জানিয়েছে, সিরীয় বাহিনীর হামলায় মঙ্গলবার অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে সিরীয় বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। আসাদ বাহিনীর হামলায় আরবিনে চার, জিসরিনে তিন, আইন তারমায় দুই ও বাইত সাভায় একব্যক্তি নিহত হয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব অ্যান্টিনিও গুয়েতেরেস পূর্ব ঘৌতায় অব্যাহত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গেল ৫ মার্চ থেকে হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন।

No comments

Powered by Blogger.