ট্যুরিস্ট গাইড সৌদি নারী

সৌদি আরবে ‘ট্যুরিস্ট গাইড’ হিসেবে কাজের অনুমতি পেয়েছেন নারীরা। এ জন্য তারা লাইসেন্সও নিতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যাবে।
সৌদি আরবের পর্যটন শিল্পের উন্নয়নের ব্যাপারে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে আট হাজারের বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি পর্যটন খাতে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে সৌদির চার শতাধিক নাগরিককে গত দুই বছরে বৃত্তি দিয়ে বাইরের দেশ থেকে প্রশিক্ষণ নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্যই এসব করা হচ্ছে।

No comments

Powered by Blogger.