ফ্লোরিডায় অস্ত্র আইন সংশোধন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৭ জনের প্রাণহানির পর জনদাবির মুখে অঙ্গরাজ্যের অস্ত্র আইন সংশোধন করা হয়েছে। গত সোমবার ফ্লোরিডার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট সংশোধিত অস্ত্র আইন অনুমোদন করেছে। এখন এটা ফ্লোরিডার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যাবে।
সংশোধিত আইনে অস্ত্র কেনার জন্য ন্যূনতম ২১ বছর হতে হবে এবং অস্ত্র কেনার আবেদনের পর তিন দিন অপেক্ষা করতে হবে। তবে শ্রেণিকক্ষে শিক্ষকদের কাছে অস্ত্র রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সিনেট তা বাদ দিয়েছে। শুরু থেকেই এ প্রস্তাবের বিরোধিতা করে আসছিলেন অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান রাজনীতিকেরা।

No comments

Powered by Blogger.