রোনালদো-বেনজিমার গোলে লা লিগা রিয়ালের

লা লিগা জিতল রিয়াল মাদ্রিদ৷ রোববার অ্যাওয়ে ম্যাচে মালাগাকে ২-০ হারিয়ে শিরোপা জিতলেন রোনালদো-বেনজিমারা৷ ২০১২ শেষ বার স্প্যানিশ লিগ জিতেছিল তারা৷ তারপর এ’বার৷ সবমিলিয়ে এটি তাদের ৩৩ নম্বর খেতাব৷ কোচ হিসেবে জিদানের প্রথম লা লিগা এটি৷ এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে রিয়াল মাদ্রিদ৷ দু’মিনিটে ইসকোর পাস থেকে গোল করেন সিআর সেভেন৷ পর্তুগিজ সুপারস্টারের এই গোলে প্রথমবার লিগের সব ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়ে ‘লস ব্লাঙ্কোস’রা৷ সব মিলিয়ে টানা ৬৪ ম্যাচে গোল করল তারা৷ তবে নিজেদের মাঠে মাদ্রিদের দলকে চাপে রেখেছিল মালাগা৷ রামিরেজ ও কেকোর শট অল্পের জন্য বাইরে যায়৷ ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার বেনজিমা৷ আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত দু’গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে রিয়াল৷ এই ম্যাচ জয়ের সঙ্গে জিদানের মুকুটে যোগ হয় আরেকটি পালক৷ খেলোয়াড় ও কোচ হিসেবে স্প্যানিশ লিগ জিতে তিনি স্পর্শ করলেন ক্রুয়েফ, গুয়ার্দিওয়ালা, এনরিকেকে৷

No comments

Powered by Blogger.