গ্রাহকদের তালিকা দিতে পারেনি আপন জুয়েলার্স

শুল্ক গোয়েন্দা বিভাগে গ্রাহকদের প্রকৃত তালিকা জমা দিতে পারেনি আপন জুয়েলার্স। যার কারণে বিভিন্ন শোরুম থেকে জব্ধ করা স্বর্ণ ফেরত দেয়া হয়নি। সোমবার শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, আপন জুয়েলার্স এখনো প্রকৃত গ্রাহকদের তালিকা জমা দেয়নি, এ কারণে স্বর্ণ ফেরত দেয়া হয়নি। আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে প্রকৃত গ্রাহকদের তালিকা আগামী ২৫ মে'র মধ্যে জমা দিতে বলা হয়েছে। গ্রাহকদের তালিকা জমা দেয়া হলে ওই দিনই স্বর্ণ ফেরত দেয়া হবে বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের অন্যতম মালিক। এ পরিবারের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত চলছে। এর অংশ হিসেবে আপন জুয়েলার্সের বেশ কয়েকটি বিক্রয় কেন্দ্রে ইতোমধ্যে অভিযান চালানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান যুগান্তরকে বলেন, আপন জুয়েলার্স ব্যাখ্যাহীনভাবে বিভিন্ন শোরুমে স্বর্ণ ও হীরা মজুদ রেখেছে। এজন্য প্রতিষ্ঠানটির মালিক দিলদার আহমেদকে গত ১৭ মে কাকরাইলে সংস্থাটির কার্যালয়ে তলব করে স্বর্ণের হিসাব ও প্রকৃত গ্রাহক তালিকা চাওয়া হয়। কিন্তু তিনি হিসাব ও গ্রাহক তালিকা দিতে পারেননি। এখন ২৫ মে'র মধ্যে গ্রাহকদের তালিকা দেয়ার জন্য বলা হয়েছে। এর মধ্যে তালিকা দেয়া সাপেক্ষে প্রতিষ্ঠানটির জব্ধ করা স্বর্ণ ফেরত দেয়া হবে।

No comments

Powered by Blogger.