শ্রেণী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খামার মাগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকট, বেঞ্চ সংকট, বিদ্যুৎ নেই, খেলার মাঠে পানি জমে থাকার কারণে দুর্ভোগের শিকার হতে হয়। শ্রেণী কক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক মন্ডল জানান, খামার মাগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দু,টি টিনের ঘর রয়েছে। ঘরে দরজা-জানালা নেই। ৩টি কক্ষ থাকলেও বেঞ্চ না থাকার কারণে ও সামান্য বৃষ্টিতেই পানি জমে ক্লাস নেওয়া দুষ্কর হয়ে পড়ে। খেলার মাঠে পানি জমার কারণে ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারে না। একটি টিউবয়েল থাকলেও নেই কোন ল্যাট্রিন। ৪জন শিক্ষকের মধ্যে ১জন ট্রেনিংয়ে রয়েছে। স্কুলে ১৬৫জন শিক্ষার্থী রয়েছে। প্রচন্ড তাপদাহ ও বেঞ্চ সংকটের কারণে খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস নিতে হয়। স্কুলের পাশেই বিদ্যুৎ থাকলে স্কুলে নেই বিদ্যুৎ সংযোগ।
স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী কাজল, মনিয়া, মুন্নি, ৪র্থ শ্রেণীর হাফিজা, মিজান জানায়, বসার ব্যবস্থা না থাকায় খোলা আকাশের নিচে ক্লাস নেয়। মাঠে পানি জমার কারণে খেলাধুলা করতে পারিনা। অন্যান্যে স্কুল পাকা আর আমাদের স্কুলে ঘরের নেই কোন দরজা-জানালা। আমরা সরকারের নিকট একটি ভবন করার জন্য দাবী জানাচ্ছি। সহকারী শিক্ষক নিভা মন্ডল জানান, স্কুলের শ্রেণী কক্ষ না থাকার কারণে ও বসার ব্যবস্থা না থাকায় প্রতিদিনই গাছতলায় খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়। এ থেকে পরিত্রাণ পাওয়া দরকার। স্কুলের সভাপতি মোঃ ইসরাইল শেখ জানান, তার প্রচেষ্টায় ও জমি দান করে স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরে জাতীয়করণ ঘোষনায় স্কুলটি সরকারী হয়। শিক্ষক-শিক্ষার্থীদের ভাগ্যেন্নয়ন ঘটলেও ঘটেনি স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন। তিনি কমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা পুর্বক স্কুলটির সমস্যা সমাধানে প্রশাসনের কর্মকর্তাদের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

No comments

Powered by Blogger.