পাঁচ দিনে দু’বার এভারেস্ট জয়ের রেকর্ড

ভারতের পর্বতারোহী দুঃসাহসী নারী অংশু জামসেনপা। ৩৭ বছর বয়সী এই নারী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ওঠাকে ডাল-ভাত বানিয়ে ফেলেছেন। ৫ দিনের মধ্যে তিনি দুবার এভারেস্টের চূড়ায় উঠে নারী আরোহণকারীদের আগের রেকর্ডটি ভেঙেছেন। সর্বশেষ রোববার সকালে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। এভারেস্ট আরোহণকারীদের সহায়তাকারী প্রতিষ্ঠান ড্রিম হিমালয় অ্যাডভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দাওয়া লামা বলেন, ‘অংশু এ মৌসুমে দ্বিতীয়বারের মতো রোববার সকাল ৮টায় এভারেস্টের চূড়ায় পৌঁছে রেকর্ড গড়েছেন।’ পর্বতারোহী এ নারীর দলে থাকা অন্যদের ভাষ্য, সর্বোচ্চ চূড়ায় উঠে রেকর্ড গড়ার আগে তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাইলামার আশীর্বাদ নিয়েছিলেন দুই সন্তানের জননী অংশু। তার আগে ২০১২ সালে নেপালি পর্বতারোহী নারী চুরিম শেরপা এক মৌসুমে দুবার এভারেস্টে উঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিলেন। ১৬ মে সর্বোচ্চ চূড়া থেকে নামেন অংশু। এরপর সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবার পর্বত অভিযানে যান তিনি।

No comments

Powered by Blogger.