উত্তরের ১৬ জেলায় পণ্য পরিবহনে কর্মবিরতি আরো ২৪ ঘন্টা বৃদ্ধি

সড়ক ও মহাসড়কের যেখানে সেখানে যানবাহন থামিয়ে পুলিশের চাঁদাবাজী, নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানী বন্ধ, অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরের ১৬ জেলায় চলমান পণ্য পরিবহণ ধর্মঘটের মেয়াদ আরো ২৪ ঘন্টা বাড়িয়ে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ ট্রাক,
ট্যাংকলরী, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ এ ঘোষনা দেন। এসময় তিনি বলেন, এরপরেও যদি আমাদের নায্য দাবী মানা না হয় তাহলে রমজান মাসের পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির নেতা আব্দুল মান্নান মন্ডল, আব্দুল মতিন প্রমুখ। এদিকে এসব পরিবহন বন্ধের কারণে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সড়ক ও মহাসড়কে মালিক ও শ্রমিকরা পরিবহন চলাচলে বাধা দিচ্ছে। এ কারণে কাঁচাবাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে।

No comments

Powered by Blogger.