রমজানে নিম্ন আদালতসমূহের সময়সূচি নির্ধারণ

পবিত্র রমজান মাসে দেশের নিম্ন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট কতৃক দেশের অধস্তন আদালতসমূহের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের কোর্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। এছাড়া রমজান মাসে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ থেকে বেলা সাড়ে ৩টা পযন্ত অধস্তন আদালতসমূহের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। সূত্র : বাসস

No comments

Powered by Blogger.