সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ.কোরিয়ার

দুই দফা ব্যর্থ হবার পর উত্তর কোরিয়া রোববার সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মাঝারি ধরনের এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। এরপর সেনাবাহিনীর ব্যবহারের জন্য অস্ত্রটি প্রস্তুত রাখা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, মিসাইলটি আগের তিনবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রের মতোই স্বল্পপাল্লার। গত সপ্তাহে বড় ধরনের পরমাণু বহনে সক্ষম নতুন ধরনের রকেট উৎক্ষেপণের পর এ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গত ১৫ মে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ং ফের এ ধরনের পরীক্ষা চালালে কঠোর পদক্ষেপের হুশিয়ারি উচ্চারণ করেছিল। নতুন করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আগামীকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে, যেখানে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান উপস্থিত থাকবে।

No comments

Powered by Blogger.