এভারেস্টে তিন পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১

এভারেস্টে সপ্তাহান্তে তিন পর্বতারোহী মারা গেছেন এবং আরো একজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টার উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, আট হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটি থেকে বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। এই তিনজনকে নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচজন মারা গেলেন। বৈরী আবহাওয়া, শক্তিশালী বাতাস ও অস্বাভাবিক ঠাণ্ডা আবহাওয়াকেই এই প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে। নেপালের পর্যটন বিভাগ নিশ্চিত করেছে, রোববার স্লোভাক পর্বতারোহীকে এভারেস্ট শৃঙ্গ থেকে মাত্র কয়েক 'শ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে। একই এলাকায় মার্কিন পর্বতারোহী রোনাল্ড ইয়ারউডও মারা গেছেন।
অস্ট্রেলীয় পর্বতারোহী এভারেস্টের তিব্বতের দিক দিয়ে উঠতে গিয়ে মারা গেছেন বলে তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ৫৪ বছর বয়সী কুইন্সল্যান্ডের এই বাসিন্দা ৭ হাজার পাঁচ শ’ মিটার উঁচুতে উঠার পর উচ্চতাজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন। তিনি পর্বত থেকে নেমে আসার চেষ্টাকালে মারা যান। চতুর্থ পর্বতারোহী শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। পর্বতশৃঙ্গে ওঠার কিছুক্ষণ পরই তিনি নিখোঁজ হন। তার নেপালী গাইডকে ৪ নম্বর ক্যাম্পে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

No comments

Powered by Blogger.