মার্কিন গোয়েন্দা বিমান রুখে দিল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিপথ রোধ করেছে রুশ যুদ্ধবিমান। রাশিয়া সীমান্তের দিকে যাওয়ার সময় বিমানটির গতিপথ রোধ করে রুশ যুদ্ধবিমান এসইউ-৩০। গত ৯ মে গ্রিনিচ সময় ৯টায় এ ঘটনা ঘটে। ওই দিন রাশিয়া নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার বার্ষিকী পালন করছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিরাপদ দূরত্ব থেকেই রুশ পাইলট কৃষ্ণ সাগরের আকাশে একটি বস্তু দেখতে পান এবং পরে তিনি তাকে মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ হিসেবে শনাক্ত করেন। রুশ রাডারে ধরা পড়ার পর রুশ পাইলট মার্কিন পাইলটের সাথে কথা বলেন এবং বিমানের বিশেষ কসরত দেখান। তখন মার্কিন গোয়েন্দা বিমানটি রুশ সীমান্তে দিকে না গিয়ে ভিন্ন দিকে চলে যায়। পরে এসইউ-৩০ বিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.