নিজের চাকরিচ্যুতির খবর পড়ে কাঁদলেন টিভি উপস্থাপিকা

ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করার বিষয়ে আদালতের নির্দেশ দেয়া হয়েছে। সংবাদ পাঠের মধ্যেই হঠাৎ সে কথা জানাতে হল উপস্থাপিকাকে! নিজের চাকরিচ্যুতির এ খবরে বিমর্ষ উপস্থাপিকার চোখের জল তাই বাঁধ মানেনি। পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ফুটে উঠেছে ইসরাইলের সরকারি টেলিভিশনের সেই বিপন্ন উপস্থাপিকার মুখ। খবর বিবিসির। মঙ্গলবার রাতে ইসরাইলের সরকারি ‘চ্যানেল ওয়ান’-এ মাবাত লাহাদাশোত নামের সংবাদবিষয়ক শো চলছিল। গেউলা ইভেন নামে এক তরুণী ছিলেন ওই শোর উপস্থাপিকা। হঠাৎই একটি ব্রেকিং নিউজ আসে তার সামনে। টিভি পর্দায় নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় তিনি বলেন, ‘একটা ব্রেকিং নিউজ আছে। পার্লামেন্টে বিবৃতি... রাতেই আমাদের খবরের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ পর্ব। তাই অনুষ্ঠানের বাকি অংশ অপ্রাসঙ্গিক।’
অশ্রুসিক্ত চোখে তিনি বলে যান, ‘অনেক মানুষ কাজ হারাবেন। আশা করি, সবাই নতুন চাকরি খুঁজে পাবেন। ইসরাইলের সরকারি ‘চ্যানেল ওয়ানে’র ফেসবুক পেজে মঙ্গলবার ওই উপস্থাপিকার ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। তারপর থেকে সেটি ভাইরাল হয়ে যায়। একটি ব্রিটিশ চ্যানেলের দাবি, ইসরাইলি চ্যানেলটি যে কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়া হবে তার ইঙ্গিত আগে পেয়েছিলেন কর্মীরা। কিন্তু এভাবে সেটা হবে তা কেউ ভাবতে পারেননি। ইসরাইলের একটি সংবাদপত্রের মতে, কর্মীদের ধারণা ছিল, অন্তত ১৫ মে পর্যন্ত চ্যানেলটি চালু থাকবে। কিন্তু তার ৬ দিন আগেই হঠাৎ আদালতের সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাতের খবর সম্প্রচারের মধ্যেই আসে ওই ঘোষণা। শেষ বেলায় সব কর্মী ক্যামেরার সামনে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়লেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি ঘটে চ্যানেল ওয়ানের ওই শেষ শো।

No comments

Powered by Blogger.