হোয়াইট হাউসে রুশ আলোকচিত্রীর প্রবেশ নিয়ে বিতর্ক

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে রুশ সাংবাদিকের প্রবেশাধিকার নিয়ে সমালোচনার মুখে পড়েছে হোয়াইট হাউস। ওই ফটো সাংবাদিককে হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ নিরাপত্তার প্রতি ঝুঁকি বলে অভিহিত করেছেন ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। ইন্ডিপেনডেন্ট জানায়, ওভাল অফিসে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও অপর দু’জন শীর্ষ রুশ কর্মকর্তার ছবি তুলতে রুশ সংবাদপত্রে কাজ করা এক ফটো সাংবাদিককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। ওই সাংবাদিকের প্রবেশের কারণে নিরাপত্তার হুমকি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, রুশ সাংবাদিকের ভূমিকার ব্যাপারে হোয়াইট হাউসকে মিথ্যা তথ্য দেয়া হয়েছিল। ওই সাংবাদিক মূলত রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে কাজ করেন।
ওই সাংবাদিক নিজেই হোয়াইট হাউসকে বলেছিলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ব্যক্তিগত ফটো সাংবাদিক। কিন্তু তিনি যে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের হয়ে কাজ করেন সেটা তিনি বলেননি। হোয়াইট হাউস কর্মকর্তারা বিষয়টা তখনই জানতে পারেন, যখন তারা দেখতে পান, বৈঠক শেষ হতে হতেই ট্রাম্প ও লাভরভের ফটো অনলাইনে ছড়িয়ে গেছে। এটা দেখে তারা বিস্মিত হন এবং এটা হোয়াইট হাউসের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। কেননা ওই বৈঠকের ছবি তৎক্ষণাৎ প্রকাশের ব্যাপারে হোয়াইট হাউসের কোনো পরিকল্পনা ছিল না।

No comments

Powered by Blogger.