মিডিয়াকে ট্রাম্পের হুমকি

আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে মুখে পড়তে হলো সংবাদ মাধ্যমকে৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-য়ের প্রধান পদ থেকে জেমস কোমিকে হঠাৎ সরিয়ে দেয়ার সংবাদকে যেভাবে বিশ্বের সামনে এনেছে মার্কিন মিডিয়া তাতেই চটেছেন ট্রাম্প৷ হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই ভাবে চলতে থাকলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হবে প্রাত্যহিক ব্রিফিং৷ এমনকি মার্কিন প্রেসিডেন্টের রোষের মুখে পড়েছেন সদ্য সাবেক এফবিআই চিফ জেমন কোমিও৷ তাকে হুমকির সুরে ট্রাম্প বলেছেন তাদের মধ্যে হওয়া কথাবার্তা গোপন রাখতে৷ মিডিয়ার সামনে তা ফাঁস না করতে৷
সম্প্রতি ঘনিষ্ঠ মহলে কমির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যোগের ঘটনাটি সামলাতে যেভাবে অসফল হয়েছিলেন কমি৷ তাতে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ তাকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন তিনি৷ কোমেকে সরানোর পরে মার্কিন প্রেসিডেন্টের কাছে কথা শোনা গিয়েছে, নতুন এক অধ্যায়ের সূচনা৷ নতুন এফবিআই ডিরেক্টর খোঁজার কাজ অবিলম্বে শুরু করা হবে৷ মনে রাখার বিষয় এই কোমেই তদন্তে নেতৃত্ব দিয়েছিল ২০১৬ সালে নির্বাচনে রাশিয়ার অনধিকার চর্চার বিষয়ে এবং ট্রাম্পের নির্বাচনী প্রচার ও রাশিয়ার মধ্যেকার সম্পর্ক নিয়ে৷

No comments

Powered by Blogger.