মুগাবে কি ঘুমাচ্ছেন নাকি ঝিমুচ্ছেন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বিভিন্ন সম্মেলনে ঝিমুতে বা ঘুমাতে দেখা গেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকেও একই চিত্র পরিলক্ষিত হয়েছে। তবে মুগাবের ব্যক্তিগত কর্মকর্তা জানান, মুগাবে ঘুমাচ্ছিলেন না, বরং তিনি তার চোখকে বিশ্রাম দিচ্ছিলেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত হেরাল্ড পত্রিকায় বৃহস্পতিবার প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বা জানান, মুগাবের চোখের চিকিৎসা চলছে। তিনি উজ্জ্বল আলোতে চোখ খুলে রাখতে পারেন না। খবর এনডিটিভির। চলতি সপ্তাহে সিঙ্গাপুরে চোখের চিকিৎসা শেষে জিম্বাবুয়ে ফেরেন ৯৩ বছর বয়সী মুগাবে। চারাম্বা বলেন, ‘প্রেসিডেন্ট সম্মেলনে ঘুমাচ্ছেন, যখন আমাকে এ ধরনের সংবাদ পড়তে হয় তখন নিজেকে ব্যর্থ মনে হয়।’
তিনি জানান, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না। তিনি তার চোখকে বিশ্রাম দিচ্ছিলেন মাত্র। গত মাসে দক্ষিণ আফ্রিকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে মুগাবেকে ঝিমাতে দেখা গেছে। সম্মেলনের মাঝে তার ঘুমানোর ঘটনা এটাই প্রথম নয়। গত মার্চে ঘানার ৬০তম স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠানেও তাকে ঘুমাতে দেখা গেছে। ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন মুগাবে। ২০১৫ সালে বিমানবন্দরে লাল গালিচায় হাঁটতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন ৯০ উত্তীর্ণ মুগাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়েও পড়ে। এর পরেও তিনি আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

No comments

Powered by Blogger.