'বিশ্বকে বিপজ্জনক করে তুলছেন ট্রাম্প'

ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি কোরবিন অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেপরোয়াভাবে উত্তর কোরিয়া ও সিরিয়ার সাথে সঙ্ঘাতের বিস্তার ঘটিয়ে বিশ্বকে আরো বেশি বিপজ্জনক করে তুলেছেন। ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি শুক্রবার লন্ডনের চ্যাথাম হাউজে দলের পররাষ্ট্র নীতি নিয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এতে তিনি বলেন, ট্রাম্প বিশ্বে বিরাজমান সঙ্কটগুলোকে উস্কে দিচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে ট্রাম্পের সহচর হিসেবে কাজ করার অভিযোগ আনেন কোরবিন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘ঝুঁকি ও নিরাপত্তাহীনতার একটি জোট’ গঠনের চেষ্টা করছেন থেরেসা মে। লেবার পার্টির নেতা বলেন, ট্রাম্প আন্তর্জাতিক সমাজের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতা করার পাশাপাশি রাশিয়ার সাথে নতুন করে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছেন। এর ফলে বিশ্বের চলমান সঙ্কটগুলো আরো বেশি বিপজ্জনক হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন। লেবার পার্টির নেতা বলেন, আগামী ৮ জুন অনুষ্ঠেয় আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারলে তিনি সিরিয়ায় ব্রিটেনের বিমান মামলা বন্ধ করবেন। তিনি সিরিয়া যুদ্ধের বিস্তার ঘটানোর জন্য প্রধানমন্ত্রী মে’কে অভিযুক্ত করেন। সিরিয়া সঙ্কট’সহ বিশ্বের সব যুদ্ধ ও সহিংসতা রাজনৈতিক উপায়ে সমাধান করার প্রতিশ্রুতি দেন জেরেমি কোরবিন। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.