এবছর জিডিপি প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

এবছর জিডিপি প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার সকালে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে তিনি সাংবাদিকদের একথা জানান। এসময় প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার প্রবৃদ্ধি ভাল হয়েছে। এটা সরকারের ধারাবাহিকতারর ফল। এনইসি সভা শুরুর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বর্তমানে জিডিপিতে বিনিয়োগ হার ৩০ দশমিক ২৪ শতাংশ। আর মাথাপিছুআয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০২ ডলার।

No comments

Powered by Blogger.